সফল ক্যারিয়ার তৈরির জন্য যেই ১০০ টি প্রশ্ন আপনার নিজেকে করা উচিত
আমি যখনি এরকম
দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে গেছি নিজের সাথে নিজেই, তখনই নিজেকে কিছু প্রশ্ন করে
এবং নিজেই সেই প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে এসেছি সেই বিড়ম্বনা থেকে। উদাহরণ
প্রসঙ্গে আমরা ক্যারিয়ার নিয়েই বরং খানিক আলোচনা করলেই পেয়ে যেতে পারি
নিজেদের ক্যারিয়ার বিষয়ক যে কোনো সমস্যার সমাধান কিছু প্রশ্নের মাধ্যমে।
আসলে অনেক প্রশ্নই করা যেতে পারে, তবে যে কোনো বিষয়ের জন্য নিজেকে নিচের
১০০টি প্রশ্ন করে দেখুন তো একবার, ফল পান কি না মিলিয়ে নিন। এই প্রশ্নগুলি
বলে দেবে আপনার বর্তমান অবস্থান আর সত্যি কোথায় আর কতটা দূর পর্যন্ত
নিজেকে দেখতে চান। প্রতিটি প্রশ্নই অনেক শক্তিশালী ভূমিকা রাখে কারণ এগুলিই
আপনাকে আপনার কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। এই
অ্যাকশেনেবল স্টেপসগুলিই ধাপে ধাপে আপনাকে পৌছে দিবে আপনার স্বপ্নের পথে।
তবে একটা দিক, স্বচ্ছতা অতি আবশ্যক এক্ষেত্রে। ওই যে, নিজেকে নিজে ফাঁকি
দিলে চলবে না। সৎ থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দিতে হবে, এখানে
কিছু হারানোর ভয় নেই, সন্মান খোয়ানোর আশংকা নেই। এভাবে প্রত্যেকটা স্টেপে
নিজের উত্তর খুঁজে নিতে হবে শেষ পর্যন্ত। এখানেই কিন্তু শেষ নয়, এভাবে যেতে
যেতে একসময় পুনরায় ফিরে আসতে হবে আর সকল প্রশ্নের জবাবগুলো ফ্রেশ করে
লিপিবদ্ধ করতে হবে। তারপর একবার রিভিউ করুন, দেখবেন বুঝে যাবেন ঠিক কি করতে
হবে আপনাকে, পেয়ে যাবেন সমধান, কেটে যাবে সকল ধোয়াশা, অস্থিরতা, আর বাই
ডিফল্ট পুনর্জ্জীবিত হবে আপনার নিজের উপর আস্থা, বিশ্বাস আর ভরসা, খুঁজে
পাবেন নিজেকে। তাহলে চলুন প্রশ্ন করি নিজেদের :
Tags
# ক্যারিয়ার টিপস
# সর্বশেষ
About Ripon Abu Hasnat
সর্বশেষ
Posted by
Ripon Abu Hasnat
Labels:
ক্যারিয়ার টিপস,
সর্বশেষ
সফল যারা কেমন তারা
Author Details
This is Jakirul Haque Talukder, Principal Officer of Bangladesh Development Bank Limited (Present Job), Ducth Bangla Bank Limited (Previous Job). I have completed BBA in Management Studies and MBA in Human Resource Management from University of Dhaka. From my academic knowledge , before and after job experiences (9 Years), I am sharing some tips and information for you so that you can achieve your goal.