প্রথম দিনেই চাকরি হারিয়েছিলেন ম্যাডোনা - ক্যারিয়ার টিপস

coollogo_com-14279347

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

প্রথম দিনেই চাকরি হারিয়েছিলেন ম্যাডোনা

220px-Madonna_by_David_Shankbone
কলেজ থেকে ড্রপআউট হয়ে আমেরিকান কণ্ঠশিল্পী ম্যাডোনা ভাগ্যের সন্ধানে পাড়ি জমান নিউইয়র্ক শহরে তখন ভীষণ অর্থকষ্টে পড়তে হয় তাকে জীবিকার তাগিদে হন্যে হয়ে খোঁজেন কাজ যাচ্ছেতাই টাইপের একটা চাকরি পেলেই হয় আপাতত! নানা কোম্পানির পাশাপাশি তিনি আবেদন করেন ডানকিন ডোনাটসে ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করবে_ ঠিক এমনই আশা নিয়ে জয়েন করলেন ডানকিন ডোনেটসে কিন্তু না; দুর্ভাগ্যের তাড়া! সেখানে তিনি একদিনও টিকতে পারেননি প্রথম দিনই এক খদ্দেরের গায়ে দুর্ঘটনাক্রমে জেলি ঢেলে দিলেন! চাকরিটা হারানোর পাশাপাশি উপরি হিসেবে ম্যানেজারের কাছ থেকে এক বস্তা অপমান নিয়ে পথে নামেন!
এরপরও কাজ মেলে নিউইয়র্কের আরেক ফাস্টফুড দোকানে পদটা ছিল ওয়েট্রেসের কাজ চলছিল ভালোই ১৯৭৯ সালে পাংক রক মিউজিকের উত্থানের সঙ্গে সঙ্গে তিনি ছোট ছোট শপে গান গাইতে থাকেন এমন ছোট ছোট কাজ করতে করতেই ম্যাডোনা শেখেন, কীভাবে সাধারণ মানুষ থেকে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হওয়া যায় দর্শকদের চাহিদার পাশাপাশি নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর অদম্য ইচ্ছাটাও গড়ে ওঠে ক্যারিয়ারের ওই সময়টাতে শুরুর দিকের এসব শোই তাকে দর্শকদের মন জিতে নেওয়ার কৌশল শিখিয়ে দেয় তবে এই জনপ্রিয়তা তাকে ভোলাতে পারেনি চাকরি চলে যাওয়ার সেই দিনটির কথা! সূত্র: সমকাল

সফল যারা কেমন তারা