ঠিক পথে আছেন তো? - ক্যারিয়ার টিপস

coollogo_com-14279347

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

ঠিক পথে আছেন তো?

job
চাকরি পাচ্ছেন না? ভেবে অবাক হচ্ছেন যে, যোগ্যতা থাকা সত্ত্বেও করপোরেট জগতের সিঁড়ি বেয়ে ওঠা সম্ভব হচ্ছে না! আসলে অনেকে জানেনও না তাদের মধ্যে কেমন শক্তি আছে 'ক্যারিয়ারে কী অর্জন করতে চান' সেটা না ভেবে অনেকে ভাবেন, 'ক্যারিয়ারে কী কী জিনিস চান না?' যেমন আপনি চ্যালেঞ্জিং কাজ ভালোবাসেন কিন্তু ঝুঁকি নিতে ভয় পান আমাদের চিন্তা বেশিরভাগ সময় আবেগের বশবর্তী হয় ফলে কাজের ফলও ভিন্ন হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় জানা যায়, নিশ্চিত লক্ষ্যে কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ তাই কাজে নামার আগে চটজলদি ঠিক করে ফেলুন কাজের লক্ষ্য, আর কাজে গতি আসার সঙ্গে সঙ্গে সফল হওয়ার সম্ভাবনাও এতে বাড়বে কাজ শুরুর আগেই নেতিবাচক ফলের আশংকা করা ছেড়ে দিন ক্যারিয়ারে কোন জায়গাটায় কবে নিজেকে দেখতে চান তা ভেবে কাজ করতে থাকুন আর সময়ের সঙ্গে মিলিয়ে নিন লক্ষ্যের সঙ্গে কাজের অগ্রগতি দিন, সপ্তাহ, মাসের কাজের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যান যতক্ষণ সফল না হচ্ছেন ততক্ষণ কাজে হাল ছাড়বেন না অগ্রগতি না হলে ভিন্ন কৌশলে চেষ্টা করুন প্রয়োজনে সফল ব্যক্তিদের কৌশল পর্যবেক্ষণ করুন ধাপে ধাপে নিজের আত্মবিশ্বাস বাড়ান আপনার পরিকল্পনা বাস্তবায়নের আগ পর্যন্ত লেগে থাকুন! সূত্র: সমকাল

সফল যারা কেমন তারা