হয়ে উঠুন আলাদা - ক্যারিয়ার টিপস

Breaking

ক্যারিয়ার টিপস

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

হয়ে উঠুন আলাদা

বেকারত্বের এ দেশে একটা পদের জন্য জমা পড়ে অসংখ্য সিভি। আজকাল অনেক চাকরিদাতা ব্যক্তি প্রতিটি আবেদনের সঙ্গে আকর্ষণীয় কোনো সিভি না পেলে বেশিরভাগ সময় পুরো সিভি না পড়েই ফেলে দেন।
সাধারণত যেসব কারণে সিভি বাদ পড়ে সেগুলো হলো-
  • টু দি পয়েন্টের অভাব থাকলে।
  • অতিরিক্ত তথ্য দিয়ে সিভি বড় করলে।
  • ব্যক্তিগত সাফল্যের বিষয়কে প্রাধান্য না দিলে।
  • ব্যাকরণজনিত ভুল থাকলে।
  • নির্দিষ্ট পোস্টে সিভি না পাঠালে।
  • প্রয়োজনীয় তথ্য না থাকলে।
  • যোগাযোগ বিষয়ক তথ্য বারবার পরিবর্তন করলে।
 অন্যদিকে যেভাবে আপনার সিভিটি অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠতে পারে, সেদিকে চোখ দেওয়া যাক
  • প্রায় একই ধরনের ভাষা পড়তে পড়তে নিয়োগকর্তারা সাধারণত বিরক্ত হয়ে ওঠেন। তাই আপনার সিভির ভাষা হয়ে উঠুক সুন্দর ও সাবলীল। এ ক্ষেত্রে প্রচলিত শব্দগুলোর ব্যবহার এড়িয়ে চলুন।
  • একই প্রতিষ্ঠানে একাধিক পোস্টে সিভি পাঠানোর ক্ষেত্রে একটি ফরমেটের আশ্রয় না নিয়ে বরং একাধিক ফরমেট ব্যবহার করুন।
  •  সিভিতে একটি প্যারা থেকে অন্য প্যারার মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রাখুন।
  • যে পোস্টের জন্য আবেদন করছেন, সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণাকে জুড়ে দিন।
  • সিভির কাভার বা খামটিতে থাকুক শৈল্পিক ছোঁয়া; তবে অতিরঞ্জন নয়। সূত্র: সমকাল

সফল যারা কেমন তারা