ক্যারিয়ার এ সফল হবার পূর্বশর্ত - ক্যারিয়ার টিপস

Breaking

ক্যারিয়ার টিপস

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

ক্যারিয়ার এ সফল হবার পূর্বশর্ত

ক্যারিয়ার এ সফল হবার গাইড লাইন জীবনে আমরা সবাই সফল হতে চাই। নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই নিজ নিজ ক্ষেত্রে। মনে রাখবেন জীবনে সফল হতে হলে কিছু জিনিস অন্য সবার থেকে একটু আলাদা ভাবে ভাবতে প্রয়োজন হয়। গড়পড়তা কাজ করে কোন মানুষ জীবনে সফল হতে পারে না। ঠিক যে ভাবে আমরা সংসারের দেখাশুনা করি,পরিবারের কাজ করি সেই একই যত্ন নিয়ে কাজ করুন দেখবেন সাফল্য তাইলে খুব বেশি দূরে থাকবে না।

ক্যারিয়ার এ সফল হবার পূর্বশর্তঃ

  • সবসময় রুটিন মাফিক কাজ করুন, প্রয়োজনে অভিজ্ঞ সহকর্মীর পরামর্শ নিন। লক্ষ্য রাখবেন আপনার দক্ষতার দিক যেন দুর্বল না হয়ে পড়ে।
  • এর জন্য প্রতিদিন নিজেকে নতুন ভাবে তৈরি করতে হবে। এটাই আপনার আসল লক্ষ্য মনে রাখবেন। সাফল্যর জন্য কোন শর্ট কার্ট রাস্তা হয় না।
  • যে কোন কাজ আপনি যদি মন দিয়া সৎ ভাবে করেন দেখবেন এর ফল আসবেই। নিজেকে নির্ভর যোগ্য ও অপরিহার্য হিসাবে গড়ে তুলতে হবে। যেন আপনাকে কাজ দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে।
  • নিজের কাজের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। কাজের যায়গায় নিজেকে প্রফেশনাল হতে হবে। কাজের প্রতি নিষ্ঠা হওয়া, ডেডিকেটেড হওয়া একটা মানবিক গুন। সময়ের সাথে সাথে এখন কাজের ধারায় ও পরিবর্তন আসে।এর জন্য সব সময় নিজেকে ফ্লেক্সিবল রাখতে হবে।
  • ক্যারিয়ার এ গথবাঁধা চাকরির ধরণ এখন অনেকটাই বদলে গিয়েছে। সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।তাহলে দেখবেন ব্যার্থতা আসলেও সেটা কাটিয়ে ওঠা সম্ভব, সাথে সাথে সফল হবার পথে নিজেকে এগিয়ে নিতে পারবেন।
  • কাজের ক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে চাকরিতে সুস্থ পরিবেশ বজায় থাকে যা আপনার ক্যারিয়ার লাইফে উত্তরোত্তর সাফল্য ও সুন্দর জীবন নিশ্চিত করতে সাহায্য করবে।
  • আপনার সক্ষমতা ও দুর্বলতা গুলি খুঁজে বের করুন। এইগুলি আপনার ক্যারিয়ার এর সাথে মিলিয়ে নিন। মনে রাখবেন কাজ করলেই আপনি নিজেকে চিনতে পারবেন।
  • একমাত্র কাজের মাধ্যমে আপনার যোগ্যতা ও অযোগ্যতা ধরতে পারবেন। কোনদিনও কর্মস্থলে সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে কোন সমালচনা করবেন না।
  • যে কাজটি করছেন সেই কাজ এবং কোম্পানির প্রতি শ্রদ্ধাশীল হোন। বিনা প্রয়োজনে চাকুরী ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন।

সফল যারা কেমন তারা