এ সময়ের সেরা ক্যারিয়ার - ক্যারিয়ার টিপস

coollogo_com-14279347

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

এ সময়ের সেরা ক্যারিয়ার

যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এইচএসসি পাস করেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত। ভবিষ্যতে কোন পেশায় আপনি কাজ করতে চান তা আগে থেকেই ভেবে কিছু প্রস্তুতি নেয়া প্রয়োজন। উপযোগী ক্যারিয়ার চিন্তা করা বুদ্ধিমানের কাজ। আপনি কোন ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই অনুযায়ী আপনার ক্যারিয়ার গড়া প্রয়োজন। কারণ আপনার ভুল সিদ্ধান্তের কারণে সঠিক ও উপযোগী চাকরি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আর এর মাসুল দিতে গিয়ে আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। ভুল চাকরি-নির্বাচনের ফলে একজন ব্যক্তি তার কাজের প্রতি সন্তুষ্টি হতে পারে না। ফলে কর্ম জীবনেও তারা সফল হতে পারে না। তাই ক্যারিয়ার সচেতন মানুষের জন্য সময়ের সেরা ক্যারিয়ার সম্পর্কে আমরা জেনে নেবো। 

বর্তমান তরুণ-তরুণীদের পছন্দের চাকরির মধ্যে ব্যাংকিং সেক্টর অন্যতম। এর প্রধান কারণগুলো হলো এ সেক্টরে কাজের ভালো পরিবেশের সঙ্গে বেতন কাঠামো অনেক ভালো। তার পাশাপাশি চাকরির নিরাপত্তা আছে এবং পেনশনের ব্যবস্থা আছে। আমাদের দেশে সরকারি ব্যাংকের পাশাপাশি এখন অনেক বেসরকারি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে এবং সেবার মান সরকারি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকের ভালো বলে গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেসরকারি ব্যাংকের। আর সেবার মান উন্নত করতে হলে অধিক কর্মী প্রয়োজন। 

careerবর্তমানে চাকরির বাজারে ভালো অবস্থানে রয়েছে ব্যাংকিং সেক্টর। এখানে বিভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়। তবে এমবিএ/এমবিএম/পোস্ট গ্র্যাজুয়েট/সিএ ডিগ্রিসহ বিভিন্ন অভিজ্ঞতা চাওয়া হয়। আপনি যদি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে উপরোক্ত অভিজ্ঞতা অর্জন করে চেষ্টা করে যান সুন্দর এ সেক্টরে নিজের দÿতা প্রমাণ করতে।

সফল যারা কেমন তারা