১৯১৯ সালের ঘটনা। আমেরিকার 'দ্য ক্যানসাস সিটি স্টার' পত্রিকায় কার্টুনিস্ট
হিসেবে চাকরি করতেন ওয়াল্ট ডিজনি। কিন্তু সে বছর চাকরিটা চলে যায় বেচারার!
সম্পাদকের অভিযোগ, তার কল্পনাশক্তি নাকি তেমন ভালো নয়! আর মাথায় নাকি খুব
ভালোমানের আইডিয়াও আসে না তার! বলা যায়, তার ভেতর ভালো কোনো আইডিয়াই নেই।
এ আইডিয়াহীন কার্টুনিস্টই পরবর্তী সময়ে দুনিয়াজোড়া খ্যাতিমান হয়ে উঠেছিলেন। মানুষ তাকে চেনে শিশুদের বিনোদন জগতের কিংবদন্তি হিসেবে।
এ আইডিয়াহীন কার্টুনিস্টই পরবর্তী সময়ে দুনিয়াজোড়া খ্যাতিমান হয়ে উঠেছিলেন। মানুষ তাকে চেনে শিশুদের বিনোদন জগতের কিংবদন্তি হিসেবে।
