চাকরিটা চলেই গেল ডিজনির - ক্যারিয়ার টিপস

Breaking

ক্যারিয়ার টিপস

ক্যারিয়ারে সফলতার জন্য সিভি লিখন, ভাইভা টিপস ও চাকুরীর খবর

Post Top Ad

চাকরিটা চলেই গেল ডিজনির

১৯১৯ সালের ঘটনা। আমেরিকার 'দ্য ক্যানসাস সিটি স্টার' পত্রিকায় কার্টুনিস্ট হিসেবে চাকরি করতেন ওয়াল্ট ডিজনি। কিন্তু সে বছর চাকরিটা চলে যায় বেচারার! সম্পাদকের অভিযোগ, তার কল্পনাশক্তি নাকি তেমন ভালো নয়! আর মাথায় নাকি খুব ভালোমানের আইডিয়াও আসে না তার! বলা যায়, তার ভেতর ভালো কোনো আইডিয়াই নেই। 

এ আইডিয়াহীন কার্টুনিস্টই পরবর্তী সময়ে দুনিয়াজোড়া খ্যাতিমান হয়ে উঠেছিলেন। মানুষ তাকে চেনে শিশুদের বিনোদন জগতের কিংবদন্তি হিসেবে।

'থিম পার্ক ডিজনিল্যান্ড' আর 'দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি'র এই প্রতিষ্ঠাতা কিন্তু তার প্রথম জীবনে ওই একবারই চাকরিচ্যুত হননি। আরও অসংখ্য ব্যর্থতা তাকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। তবু নতুন স্বপ্ন লেপ্টে ছিল বুকে। এই স্বপ্নবাজ হঠাৎ 'লাফ-ও-গ্রাম' নামে একটা অ্যানিমেশন স্টুডিও কেনেন। এ কোম্পানিও একসময় দেউলিয়া হয়ে যায়। 

তবু ব্যর্থতা কাবু করতে পারেনি তাকে। এসব তুড়ি মেরে ফেলে নতুন করে ঢোকেন হলিউডে। ডিজনি তার ভাইকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় গিয়ে প্রযোজনা শুরু করেন। তাদের প্রযোজিত শিশুদের সেই কার্টুন সিরিজ জনপ্রিয়তা পেয়ে যায়। তারপর আর কীইবা বলার থাকে ডিজনিকে নিয়ে? সূত্র: সমকাল

সফল যারা কেমন তারা